বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর ভয়ঙ্কর রুপ দেখতে যাচ্ছে বিশ্ব, এমন ধারণা করছে বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস এর কারণে গোটা বিশ্ব এক প্রকার স্থবির হয়ে গিয়েছে। গত সাত মাসের অধিক সময় ধরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। তীব্র লকডাউন যেন কোন কাজে আসছে না। মাঝে তীব্রতা কিছুটা কমলেও থেমে থাকেনি আক্রান্ত ও মৃত্যুর হার। কিন্তু লকডাউনে শিথিলতা আসার পর থেকে গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা আবারো বৃদ্ধি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ভারত সহ বেশ কয়েকটি দেশে গুরুতর হচ্ছে করোনা।একটি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টার হিসেবে সর্বোচ্চ পঞ্চাশ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতে একই সাথে মোট মৃত্যুর সংখ্যা ৩৬ হাজারের বেশি । মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭ জুলাই এর পর আক্রান্ত ও প্রাণহানির কিছুটা কমলেও নতুন করে শঙ্কা জাগাচ্ছে করোনা। মৃত্যুর হার বেড়েছে সাথে আক্রান্তের সংখ্যাও। শুক্রবার এক দিনে মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার মানুষের। স্পেনে টানা দ্বিতীয় দিনের মতো এক হাজারের বেশি করোনা রুগী সনাক্ত হয়েছে যা জুনে স্পেনে লকডাউন তুলে নেওয়ার পর সর্বোচ্চ । ফিলিপাইনেও সনাক্তের রেকর্ড গড়েছে, ২৪ঘন্টার হিসেবে দেশটিতে ৪৯৩৬টি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই। ইনেদানেশিয়াতেও দেড় হাজারের বেশি আক্রান্ত হয়েছে একদিনে। এদিকে উচ্চ ঝুঁকি পূর্ণ দেশ সমুহের সাথে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ, করেছে কাতার।